Translate - অনুবাদ

Sunday, February 22, 2015

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়'[৩] ('মধুপুর শহীদ স্মৃতি স্কুল এণ্ড কলেজ' নামেও পরিচিত) (ইংরেজি: Madhupur Shahid Smrity Higher Secondary School) টাঙ্গাইল জেলার অন্যতম স্বনামধন্য স্কুল ও কলেজ।




ইতিহাস

টাঙ্গাইল জেলার কৃতি সন্তান মোঃ আলহা্জ্ব নূর রহমান ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।[২] ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষে সরকারের শিক্ষা সম্প্রসারন নীতির আওতায় অগ্রসরমান বিদ্যালয় হিসেবে প্রথম স্বীকৃতিপ্রপ্ত মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়,মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নাম নিয়ে কলেজ হিসাবেও আত্মপ্রকাশ করে।[২] প্রথম ১৯৭৬ সালে এস,এস,সি এবং ১৯৯৭ সালে এইস,এস,সি পরীক্ষায় অংশগ্রহন করে।তখন থেকেই এ প্রতিষ্ঠানে স্হাপিত হয়েছে এইস,এস,সি পরীক্ষা কেন্দ্র।

অবস্থান

জেলা সদর টাংগাইল,ময়মনসিংহ এবং জামালপুর সংযোককারী মহাসড়কের মাঝপথে বংশাই নদীর তীরে এর অবস্হন।





প্রকাশনা

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জাগরণ নামে একটি বৎসরিক সাহিত্য সাময়িকী প্রকাশ করে। এতে ছাএ-ছাএী এবং শিক্ষকদের লিখা ছড়া,কবিতা,গল্গ ও প্রবন্ধ ইত্যাদি যুক্ত থাকে ।

পুরষ্কার

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২০০৩ সালের এস এস সি পরীক্ষায় ঢাকা বোর্ডের টপটেন কলেজের নবম স্হান অধিকারী এবং ২০০৪ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসাবে মহামান্য রাষ্ট্রপতি প্রদও পদক প্রপ্ত।

প্রতিনিধিত্ব

বাহাজ উদ্দিন ফকির,মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ‘গ’ শাখার শ্রেণীশিক্ষক। সাড়ে ৩০ বছরের শিক্ষকতা জীবনে এক দিনও প্রাপ্য ছুটি কাটাননি তিনি।১৯৮৭ সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নূরুর রহমান শিক্ষকদের জন্য চালু করেন ‘ক্যাজুয়াল লিভ (সিএল) বোনাস’। যে শিক্ষক-কর্মচারী সারা বছরে এক দিনও স্কুলে অনুপস্থিত থাকবেন না, তাঁকে এক মাসের বেতনের সমপরিমাণ টাকা দেওয়া হবে। ‘সিএল বোনাস’ চালুর পর বাহাজ উদ্দিন প্রতিবারই বোনাসটি পাচ্ছেন।বাহাজ উদ্দিনকে এখন অনুসরণ করছেন তাঁর অনেক সহকর্মী এবং ছাত্রছাত্রী।গত ২০০৮-০৯ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটির ১৪ জন শিক্ষক ও চারজন কর্মচারী বছরে এক দিনও অনুপস্থিত না থেকে ‘সিএল বোনাস’ পেয়েছেন।







যমুনা বহুমুখী সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত জল আয়তানিক পরিমাপের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম।

 সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এইটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যান্তরীন পন্য এবং যাত্রী পরিবহন ব্যবস্হা দ্রত করে ।[৩] পরবর্তিতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেয়া হয় ১৯৪৯ সালে। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রথম এ উদ্যোগ নেন। কিন্তু তখন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চেষ্টায় ১৫ই অক্টোবর ১৯৯৪ সালে এর কাজ শুরু হয় এবং ২৩ শে জুন ১৯৯৮ সালে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

Tangail District

The subdivision of Tangail was established in 1870. It was turned into a district on December 1, 1969. The district consists of 10 municipalities, 72 wards of these municipalities, 103 Union Porishods and 2431 villages.
Tangail district is subdivided into 12 Upazilas. These are:
Tangail Sadar has 16 Unions/Wards, 353 Mauzas/Mahallas, and 277 villages.Thanapara and Boali are the famous Mahalla in Tangail Sadar

Sakhipur has 8 unions, 1 pourosova Sakhipur Pourosova, 61 mauzas/mahallas, and 123 villages.[citation needed]
  1. Jadabpur
  2. Dariapur
  3. Kakrajan Union
  4. Kalia Union
  5. Baheratoil Union
  6. Bahuria Union
  7. Hatibanda Union
  8. Gazari Union
Basail has 6 Unions/Wards, 73 Mauzas/Mahallas, and 107 villages.

Madhupur has 6 Unions/Wards, 242 Mauzas/Mahallas, and 343 villages. The 6 Unions/Wards is: Arankhola, Ausnara, Alokdia, Sholakuri, Golabari, Mirzabari.

Ghatail has One Municipality, Eleven Unions/Wards, Three hundreds and ten Mauzas/Mahallas, and four hundreds and fifteen villages

The Kalihati thana was established in 1928 and was turned into an upazila in 1983. The upazila consists of Two municipality, 13 union parishads, 267 mouzas, 314 villages.

Nagarpur has 11 Unions/Wards, 212 Mauzas/Mahallas, and 250 villages.

Mirzapur has 13 Unions/Wards, 207 Mauzas/Mahallas, and 219 villages.

Gopalpur has 10 Unions/Wards, 162 Mauzas/Mahallas, and 146 villages.

Delduar has 8 Unions/Wards, 130 Mauzas/Mahallas, and 166 villages.

Bhuapur has 6 Unions/Wards, 115 Mauzas/Mahallas, and 146 villages.

Dhanbari has 7 Unions/Wards, 111 Mauzas/Mahallas, and 168 villages.
The Upazila has 8 colleges, 27 High Schools, 16 Madrasas, 45 Government Primary Schools and 28 Non-Government Primary Schools.